1. info@doinikvhorerdhani.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@doinikvhorerdhani.com : admin :
শনিবার, ১৮ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ন

রাজধানী ঢাকা’র গোড়ান টেম্পু ষ্টেন্ডডের পাশে অবস্হিতো লাইব্রেরীর টিসিবি পন্য বিক্রী ও বিতোরনে জালিয়াতি অভিযোগ 

সংবাদদাতা নামঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৮৮ বার পঠিত

অনুসন্ধান ক্রাইম রিপোর্ট – স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা’র পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ – গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এঁর দায়িত্বে আসার পর – বাংলাদেশের নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের জন্য বিভিন্ন রকম পরিকল্পনা হাতে নেয়, তেমনি একটি মৌলিক চাহিদা পূরন। খাদ্যর চাহিদা মেটাতে গিয়ে – আমাদের উৎপাদন ক্ষমতার চেয়েও – বাংলাদেশ এঁর বাইরে থেকে ক্রয় করে আনতে হয় বিভিন্ন খাদ্য পন্য। বিশ্ব অর্থনীতির বাজারে – বাইরের দেশ থেকে খাদ্য পণ্য ক্রয় করে আনতে – খরচ হয় বেশি, তবুও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এঁর সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা – বাংলাদেশের নাগরিকদের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্য বিক্রী ও বিতোরনের জন্য – পরিকল্পনা হাতে নেয়, সে পরিকল্পনা’র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে ভুর্তকি না দিয়ে – বাংলাদেশ এঁর নাগরিকদের জন্য খাদ্য পন্য স্বল্পমূল্যে’য় – নাগরিকদের হাতে পৌঁছে দেয়া। সে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য – গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হাতে নেয় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) – পন্য বিতরনের জন্য ডিলার নিয়োগ, ডিলার নিয়োগ পরিকল্পনা বাস্তবায়নের কাজ শেষ করে – টিসিবি পন্য বিক্রী ও বিতোরন শুরু করে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। টিসিবি পন্য ডিলারের মাধ্যমে – বাজারে ছাড়ার পর কয়েক বছর ভালোভাবে’ই চলছিলো টিসিপি পন্য বিক্রী ও বিতোরন। কিন্তু চলতি বছরে ডিলারদের মাঝে শুরু – হয় নাগরিকদের ঠকানোর নতুন নতুন কৌশল বাস্তবায়ন করা। পন্য মাপে কম দেয়া, নির্ধারিতো মূল্যে’র চেয়ে পন্য’র মূল্য বেশি নেয়া, ভুয়া টিসিবি কার্ড তৈরী করা, সহ বিভিন্ন রকম জালিয়াতি। উক্ত জালিয়াতের হোতার খবর জানতে – দৈনিক ভোরের ধ্বনি  এঁর অনুসন্ধান ক্রাইমের তথ্য মতে জানা যায় – বাংলাদেশের রাজধানী ঢাকা’র গুড়ান টেম্পু স্ট্যান্ডের পাশে অবস্থিতো মিয়াজী ট্রেড ইন্টারন্যাশনাল  – বাংলাদেশ টেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ডিলার উক্ত এলাকার জন্য নিয়োগপ্রাপ্ত হয়। পরবর্তীতে টিসিবি সদস্য কার্ডের নাগরিক’রা – উক্ত মিয়াজী ট্রেড ইন্টারন্যাশনালতে-টিসিবি পন্য আনতে গেলে, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে প্রতারিতো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানায় – ভোজ্যতেল ব্যাতিতো অন্য প্রত্যেকটি খাদ্য পণ্যে’র দাম আমাদের থেকে বেশি রাখেছে – বিগতো কয়েকবার। প্রতিবাদ করলে – হুমকি দেয়, বলে – টাকা রেখে দিবে, পন্য দিবেনা, ভাই এখন আমরা কি করবো?!। উক্ত ব্যাপারটি নিরুপায় হয়ে – নাগরিকগন গনমাধ্যমকে জানায়। গোড়ানের সুশীল সমাজ বর্তমান প্রেক্ষিতে অনুরোধ জানায় – উক্ত জালিয়াতি’র হোতা তিতাস ফার্মেসী’র কর্তৃপক্ষকে চিহ্নিত করে খুঁজে বের করে – দৃষ্টান্তমূলোক শাস্তি প্রদান করে – টিসিবি পন্য নাগরিকদের মাঝে – সঠিক দামে

সঠিক পন্য বিক্রী ও বিতোরনের সুযোগ করে দেয়া’র – বাংলাদেশ পুলিশের প্রতি।অনুসন্ধান চলছে

ক্যালেন্ডার বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

মেসার্স ন্যাশনাল সময়ের কণ্ঠ কোম্পানি

প্রকাশক ও চেয়ারম্যান  মোঃ বোরহান হাওলাদার জসিম 
Design By Raytahost